বান্দরবানে সেনা জোনে এতিমদের ইফতার সামগ্রী বিতরণ

বান্দরবানে সেনা জোনে এতিমদের ইফতার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক:

পবিত্র রমজান মাসের উপলক্ষে, বান্দরবান সেনা জোনের উদ্যোগে সদর উপজেলার ১০টি মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার সামগ্রী প্রদান করা হয়েছে। ১১মার্চ, সোমবার, সদর জোনের মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার কর্নেল এ এস এম মাহমুদুল হাসান, পিএসসি, এসব ইফতার সামগ্রী বিতরণ করেন।

তাঁর মন্তব্যে, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের কল্যাণে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছে এবং এই ইফতার সামগ্রী বিতরণের মাধ্যমে পবিত্র মাহে রমজানের আনন্দ ভাগাভাগি করে নেওয়া হলো। এছাড়াও, এই সামান্য উপহার সাওম পালনে সহযোগিতা করতে সাহায্য করবে বলে তিনি আশ্বাস প্রদান করেন। তিনি আগামীতেও সেনা জোনের পক্ষ থেকে দুঃসময়ে পাশে থেকে সাহায্য করার আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বান্দরবান সদর জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন সাবিত নুর রশীদসহ সেনাবাহিনীর অন্যান্য সদস্য, মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধিগণ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পরে, ১০টি মাদ্রাসা ও এতিমখানার ৩৯০ জন এতিম শিক্ষার্থীদের জন্য ছোলা, মুড়ি, খেজুর, চিনি, তৈল, ডাল সহ এক মাসের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *