বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিভিন্ন মামলার নিষ্পত্তি হওয়া নথি আগুনে পুড়িয়ে ধ্বংস

বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিভিন্ন মামলার নিষ্পত্তি হওয়া নথি আগুনে পুড়িয়ে ধ্বংস

মোঃ জুয়েল হোসাইন, বান্দরবান জেলা প্রতিনিধি:

রবিবার ৪(ফেব্রুয়ারি)সকাল সাড়ে ৯টার সময় বান্দরবান পার্বত্য জেলার মাননীয় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মহোদয়ের নির্দেশনায় বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নিষ্পত্তি হওয়া বিভিন্ন মামলার নথি আদালত চত্বরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন মাননীয় জেলা ও দায়রা জজ জনাব মোঃ ফজলে এলাহী ভূইয়া, মাননীয় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ মাহাবুবুর রহমানসহ অন্যান্য বিচারকবৃন্দ। আরও উপস্থিত ছিলেন বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির শহিদুল্লাহ কায়সার, হিসাব রক্ষক মোঃ সামির হোসাইন, রেকর্ড কীপার মোঃ আনোয়ার হোসেনসহ বিচার বিভাগের সকল কর্মকর্তাবৃন্দ এবং বান্দরবান জেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যবৃন্দ এবং আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ সদস্যবৃন্দ প্রমুখ।
উল্লেখ্য যে, মামলার নথিসমূহ চূড়ান্তভাবে নিষ্পত্তি হওয়ায় আইনগত প্রক্রিয়া শেষে বিনষ্ট করা হয়। নথি বিনষ্টকরণ কার্যক্রম প্রতি বছর ফেব্রুয়ারি মাসে সম্পন্ন করা হয়।

আদালত সূত্রে জানা যায় বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিভিন্ন মামলার নিষ্পত্তি হওয়া বিনষ্টযোগ্য সর্বমোট ৩০৭০টি নথি আইনগত প্রক্রিয়া শেষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বিভিন্ন মামলার চূড়ান্তভাবে নিষ্পত্তি হওয়া নথির মধ্যে বান্দরবান সদর আদালতের ১৬৮৫টি নথি এবং লামা চৌকি আদালতের ১৩৮৫টি নথি রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *