নানা আয়োজনে বান্দরবানে জাতীয় সমাজ দিবস পালিত 

নানা আয়োজনে বান্দরবানে জাতীয় সমাজ দিবস পালিত 

মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:
“সমাজসেবায় গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ”-এই প্রতিপাদ্যকে ধারণ করে ২ জানুয়ারি সারা দেশে উদযাপিত হচ্ছে জাতীয় সমাজসেবা দিবস, ২০২৪। তারই ধারাবাহিকতায় বান্দরবানে নানা আয়োজনে জাতীয় সমাজ দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে ২জানুয়ারি মঙ্গলবার সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চত্বর থেকে বের করা হয় বর্ণাঢ্য র‌্যালী। র‌্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদের হল রুমে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা।

বান্দরবান জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মিল্টন মহুরী এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার জোবাইর মেহেদী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অতিরিক্ত উপ-পরিচালক মোঃ হাসান আলী,বান্দরবান জেলা মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক আতিয়া চৌধুরী,বান্দরবান যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শহিদুল ইসলাম,সমাজ সেবা বিভাগের পরিচালনাধীন থেরাপি সেন্টারের কনসালটেন্ট ডা: ইয়াছিন আরাফাত,জেলা সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক উর্বষী দেওয়ান, শহর সমাজ সেবা অফিসার শফিকুল ইসলাম, সদর উপজেলা সমাজ সেবা অফিসার ও সরকারী শিশু পরিবারের তত্ত্বাবধায়ক সত্যজিৎ মজুমদার,সাংবাদিক মুহাম্মদ আলী,সমাজ সেবা অফিসের সুচময়,মোঃ কাশেম,বান্দরবান সুয়ালক অন্ধ প্রতিবন্ধী স্কুলের শিক্ষক মোঃ জসিম উদ্দিন, অন্ধ প্রতিবন্ধী স্কুলের অফিস সহকারী মেহেদী হাসান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান বলেন, বান্দরবান জেলায় সমাজ সেবায় ২০০ এর উপর সংগঠন আছে এখন। সংগঠন এখন জালের মত হয়ে গেছে। অনেক সংগঠনের কোন অস্তিত্ব নেই । যাদের রেজুলেশন নেই, সভা নেই, অকেজো এরকম সংগঠনকে বাতিল করতে হবে। সেবার মানসিকতা থাকতে হবে। সরকার ডিজিটাল সেবা দিতে চাই। সেবা নিশ্চিত করার জন্য অনেক যন্ত্রপাতি দেয়া হয়েছে। কিন্তু অধিকাংশ যন্ত্রপাতির যত্ন না করে নষ্ট করে ফেলা হয়। অনুষ্ঠানে শিশু পরিবারের নিবাসীদের মেধাবৃত্তি প্রদান,দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের ব্রেইল বই  বিতরণ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *