বান্দরবান প্রতিনিধি :
রবিবার (১৪জানুয়ারি) দুপুর থেকে সারাদিন বান্দরবান ৮নং ওয়ার্ড পৌরসভার হাফেজঘোনা গুডা পাহাড় এলাকায় একজন বীর মুক্তি যোদ্ধা মনির আহাম্মদ নামে অবৈধ ভাবে বিশাল পাহাড় কেটে এলাকার লোকজন বসতঘর ক্ষতি করার চেষ্টায় চালায় ।দীর্ঘদিন ধরে বান্দরবান হাফেজঘোন ৮নং ওয়ার্ড পৌরসভার গুডা পাহাড় নামে পরিচিত হতো! এতে মুক্তি যোদ্ধা মনির আহাম্মদ এই ব্যক্তি অবৈধ ভাবে খাস জমি গুলো দখল চালিয়ে আসছে।
উল্লেখ্য যে, অবৈধ কার্যকলাপের নিরাপদ স্থান হওয়ায় আশেপাশে এই এলাকায় লোকজন গুলোতে এ পর্যন্ত বিভিন্ন কিছুর সমস্যা ভুক্ত হয়ে অনেকজন ছোট, বড়জনদেরকে মুক্তি যোদ্ধার মনির আহামদ নামে ব্যক্তি প্রভাবশালী দেখিয়ে স্থানীয়লোকজনদেরকে অত্যচার করেছে।এ বিষয়ে দীর্ঘদিন ধরে এলাকাবাসীর অভিযোগ প্রশাসনের নাকের ডগায় উপেক্ষা করে এই পাহাড় কাটার চালিয়ে যাচ্ছে একটি সিন্ডিকেট চক্র তার মধ্যে অন্যতম হলো অবৈধ ভাবে জমি ভোগ দখল করে স্থানীয় লোকজনদেরকে হয়রানি করার চেষ্টায়।
এ সময় মনির আহাম্মদ এর কাছ থেকে পাহাড় কাটার বিষয়ে জানতে চাইলে প্রশাসন বা,পরিবেশ অধিদপ্তর এর কার্যালয়ে কর্তৃক হতে পাহাড় কাটার অনুমোদন আছেন কিনা তিনি বলেন জেলা প্রশাসক কার্যালয়ে আবেদন করে রাগছি বলে জানান! আরও এসময় উপস্থিতি এলাকায় লোকজনদেরকে অশালীন ভাষায় মুখ দিয়ে গালাগালি করতে থাকে! স্থানীয় লোকজন তারা বলেন আমাদের বসতঘর বাড়ি নিচে পাহাড় কাটছে সামনে বৃষ্টি দিন আসছে, মাটির নরম হবে আমাদের ঘরবাড়ি গুলো ভেঙে পড়ে যাবে।তবে এই প্রভাব শালী নিজেকে প্রশাসন মনে করে আইনকে তোয়াক্কা করে না।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক উপস্থিত কয়েকজন জানান , তারা সকাল সন্ধ্যা দেখে এই অবৈধভাবে পাহাড় দখল করে এবং পাহাড় কেটে পরিবেশ ধ্বংস হচ্ছে ।
এ বিষয়ে মুক্তি যোদ্ধা মনির আহাম্মদকে মুঠোফোনে ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি কল কেটে দেয়।
Leave a Reply