বান্দরবানে নৌকার পক্ষে প্রচারণা চালাচ্ছে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ গণতান্ত্রিক দল

বান্দরবানে নৌকার পক্ষে প্রচারণা চালাচ্ছে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ গণতান্ত্রিক দল

মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:
পাহাড়ে শান্তি ফিরিয়ে আনতে ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ গণতান্ত্রিক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আপ্রুমং মার্মা। তিনি বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকারের সাথে শান্তিচুক্তি হয়েছিল বলে পাহাড়ের কিছুটা শান্তি ফিরিয়ে এসেছে। আগামীতেও পাহাড়ের শান্তি ফিরিয়ে আনতে ও শান্তিচুক্তি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে আওয়ামীলীগ সরকারকে ভোট দিয়ে পুণরায় নির্বাচিত করতে হবে। ৩০ডিসেম্বর শনিবার দুপুরে বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের নৌকার প্রচার-প্রচারণা ও মতবিনিময় সভায় এসব কথা বলেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট গণতান্ত্রিক সংগঠনের এই নেতা।
এসময় তিনি আরও বলেন, পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর আওয়ামীগ সরকারের সাথে শান্তিচুক্তি পর পাহাড়ের মানুষের ভাগ্যের পরিবর্তন এসেছে। এই আওয়ামীলীগ সরকারের আমলে তিন পার্বত্য জেলা বিশেষ করে বান্দরবানের শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থায় আমুল পরিবর্তন ঘটেছে। তাই এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভোট কেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে ভোট দেওয়া অনুরোধ জানান তিনি।

পরে সুয়ালক লামার পাড়া বৌদ্ধ বিহারে প্রাঙ্গনে গ্রাম প্রধান ও স্থানীয়দের সাথে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এসময় ইউপিডিএফ গনতান্ত্রিক কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আপ্রুমং মারমা, জেলা কমিটির সাধারন সম্পাদক উবামং মারমা, সাংগঠনিক সম্পাদক রামথাং সাং বম (মালেক)সহ সংগঠনের নেতাকর্মী,পাড়া প্রধান ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে সুয়ালক এলাকার মাঝের পাড়া, লামার পাড়া, আমতলী মারমা পাড়া, আমতলী তঞ্চঙ্গ্যা পাড়াসহ বেশ কয়েকটি পাড়ায় গিয়ে নৌকার প্রচারণার পাশাপাশি লিফলেট বিতরন করেন ইউপিডিএফ গনতান্ত্রিক সংগঠনের নেতাকর্মীরা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *