মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:
প্রতি বছরের মতো এবারও বান্দরবানে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন করা হচ্ছে। ‘নিরাপদ মাতৃত্ব পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (৯ ডিসেম্বর) সকালে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বান্দরবান পরিবার পরিকল্পনা কেন্দ্রের উপপরিচালক দীপক কুমার সাহা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা। এসময় অন্যান্যদের মধ্যে সহকারী কমিশনার মিজানুর রহমান, পরিবার পরিকল্পনা বিষয়ক কনভেনিং কমিটির আহ্বায়ক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য দুংড়িমং মার্মাসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় স্বাভাবিক প্রসব সেবা, জরুরি প্রসূতি সেবা, প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা সেবা, গর্ভবতী সেবা, নবজাতক ও শিশু সেবা, প্রজননস্বাস্থ্য সেবা, কৈশোরকালীন স্বাস্থ্য ও পুষ্টি সেবা বিষয়ের উপর বিশেষ গুরুত্ব প্রদান করে প্রধান অতিথি ক্যশৈহ্লা বলেন, স্বাস্থ্যকর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফলে পরিবার পরিকল্পনায় বাংলাদেশ পাশ্ববর্তী অনেক দেশের তুলনায় সাফল্য অর্জন করেছে। আগের তুলনায় স্বাস্থ্য সেবা অনেকটা এগিয়ে গেছে। তিনি আরো বলেন, পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা পৌঁছে দিতে হবে এবং স্বাভাবিক প্রসবসেবা দিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মডেল কেন্দ্রগুলোকে সঠিকভাবে কাজ করতে হবে। তিনি বলেন, পরিবার পরিকল্পনা বৃহত্তর জনগোষ্ঠীকে নিরাপদ ও পরিকল্পিত জীবন গঠনে সহায়তা করে। অনাকাঙ্খিত গর্ভধারণে মাতৃস্বাস্থ্যের ঝুঁকি বৃদ্ধি পায়। সেই সাথে কম বয়সে গর্ভধারণ মা ও শিশু মৃত্যুকে ত্বরান্বিত করে। জাতীয়ভাবে পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ পালন করার উদ্দেশ্য জনগণকে সচেতন করা। এসময় তিনি সবার কাছে সেবার বার্তা পৌঁছে দেওয়া এবং বাল্য বিয়ে ও অনাকাঙ্খিত গর্ভধারণের কুফল ও করণীয় সম্পর্কে সকলকে সচেতন করার আহ্বান জানান।
Leave a Reply