মুহাম্মদ আলী,বান্দরবান জেলা প্রতিনিধি:
বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বৈশাখী টেলিভিশন ২১বছরে পদার্পণ উপলক্ষে
২৭ ডিসেম্বর শনিবার সকালে বান্দরবান প্রেসক্লাবের সম্মেলন কক্ষে কেক কাটা আলোচনা সভার আয়োজন করা হয়।
বৈশাখী টেলিভিশনের বান্দরবান জেলা প্রতিনিধি মিঠুন দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাব প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা এম.এ হাকিম চৌধুরী, দৈনিক প্রথম আলো বান্দরবান প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমা। খোলা চোখ ডটকমের সম্পাদক ফরিদুল আলম সুমন, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাকির, ৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি জহির রায়হান, জিটিভি জেলা প্রতিনিধি মোঃ ইসহাক, ডেইলি ইন্ডাস্ট্রি বান্দরবান জেলা প্রতিনিধি মুহাম্মদ আলী’সহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং মানসম্মত বিনোদনমূলক অনুষ্ঠানের মাধ্যমে বৈশাখী টেলিভিশন ইতোমধ্যে দর্শকদের কাছে আস্থার জায়গা তৈরি করেছে। ভবিষ্যতে অনুসন্ধানী ও দুর্নীতিবিরোধী সংবাদ পরিবেশনের মাধ্যমে চ্যানেলটি আরও জনপ্রিয় হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে অতিথিগণ প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন।
Leave a Reply