বান্দরবানে ৩০০নং সংসদীয় আসনে নৌকা ও লাঙ্গল এর জমজমাট নির্বাচনী প্রচারণা

বান্দরবানে ৩০০নং সংসদীয় আসনে নৌকা ও লাঙ্গল এর জমজমাট নির্বাচনী প্রচারণা

মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:
নির্বাচনী প্রচারণায় জমজমাট এখন পার্বত্য জেলা বান্দরবান। বাংলাদেশের সবশেষ আসন ৩০০নং সংসদীয় এই আসনে আওয়ামী লীগের প্রার্থী বীর বাহাদুর উশৈসিং ও জাতীয় পার্টির প্রার্থী এটিএম শহিদুল ইসলাম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

এ দুই প্রার্থী এখন বান্দরবানের প্রত্যন্ত এলাকায় উৎসবমুখর পরিবেশে প্রচারণা চালাচ্ছেন। বান্দরবানের উত্তরাংশে প্রচারণা চালাচ্ছেন বীর বাহাদুর। অন্যদিকে জেলার দক্ষিণ অংশে প্রচারণায় নেমেছেন জাতীয় পার্টির প্রার্থী এটিএম শহিদুল ইসলাম। বিভিন্ন এলাকায় মানুষের কাছে গিয়ে ভোট চাইছেন প্রার্থীরা। ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। রাত-দিন চলছে জেলার বিভিন্ন এলাকায় প্রচারণা। দুটি পৌরসভা ও সাত উপজেলা নিয়ে বান্দরবান সংসদীয় আসন। ভোটার সংখ্যা ২ লক্ষ ৮৮ হাজার ৩০। ১৮২টি ভোটকেন্দ্র। ১২টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও সংশ্লিষ্টদের নিয়ে যেতে হেলিকপ্টার ব্যবহার করা হবে। 

২৭ডিসেম্বর বুধবার সকালে বান্দরবানের ৯নং ওয়াড তালুকদার পাড়ার প্রত্যন্ত এলাকায় উৎসবমুখর পরিবেশে নৌকার প্রচারণা চালাচ্ছেন আওয়ামী লীগ। এসময় উপস্থিত  বান্দরবান পৌর আওয়ামী লীগের সভাপতি বাবু অমল কান্তি দাশ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো:শামসুল ইসলাম,৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাবেক কাউন্সিলর মোঃ আবুল কালাম,৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুনীল কান্তি দাশ প্রকাশ সোনা রাম,মো: মামুন, রিপন কান্তি দাশ’সহ অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

২৭ডিসেম্বর বুধবার বিকেলে বান্দরবান সদর উপজেলার পৌর এলাকায় গণসংযোগে জাতীয় পার্টির মনোনীত এমপি প্রার্থী শহিদুল ইসলাম বলেন, “শান্তির জন্য পরিবর্তন,পরিবর্তনের জন্য জাতীয় পার্টি, আপনারা দেশের শান্তি ও  দ্রব্যমূল্যে কমানোর সার্থে আগামী ৭জানুয়ারী শান্তির প্রতীক কৃষক শ্রমিক সকালের প্রিয় প্রতীক লাঙ্গল মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করলে আমি প্রতিশ্রুতি দিচ্ছে বেকার সমস্যার সমাধান করবো, মাদক মুক্ত  যুবসমাজে গড়ে তুলবো, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এর নেতৃত্বে দেশকে আরো আধুনিক ও উন্নয়নশীল দেশে রুপান্তর করার লক্ষ্যে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে জাতীয় পার্টি কে জয়ী করতে হবে। ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ৩০০নং আসনে লাঙ্গল প্রতীক কে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির মনোনীত এমপি প্রার্থী ড.এটিএম শহিদুল ইসলাম। 
জাতীয় পার্টির মনোনীত এমপি প্রার্থী ড.এটিএম শহিদুল ইসলাম এর গণসংযোগে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মোহাম্মদ আলম রাইটার,বান্দরবান জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শওকত জামান মিশুক, বান্দরবান জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাজাহান, যুবসংহতির নেতা মোঃ নাসির উদ্দীন,লামা উপজেলা জাতীয় পার্টির সিনিয়র নেতা মো:ইউসুফ,মো: মিজান,জাতীয় ছাত্র সমাজ বান্দরবান জেলা কমিটির আহ্বায়ক মো: আলি,জাতীয় ছাত্র সমাজ বান্দরবান জেলা কমিটির সদস্য সচিব মো: রাকিবুল ইসলাম, মো:আলাউদ্দিন,মো: রিপন,রুস্তম আলী’সহ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *