মুহাম্মদ আলী,বান্দরবান জেলা প্রতিনিধি: জ্ঞান,মেধা ও নৈতিকতায় গড়ে উঠুক আলোকিত বান্দরবান ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবান পৌরসভার উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পৌর প্রতিভা সংবর্ধনা প্রদান করা হয়েছে।
২৯ নভেম্বর শনিবার সকালে বান্দরবান পৌরসভার আয়োজনে সদর উপজেলা পরিষদের হলরুমে বান্দরবান পৌরসভার প্রশাসক এস,এম,মনজুরুল হক এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি।
অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, পৌরসভার মুখ্য নির্বাহী কর্মকর্তা মো.ফয়েজুর রহমান, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়া দত্তসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক এবং গণমাধ্যমকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্য রাখতে গিয়ে বান্দরবান পৌরসভার প্রশাসক এস,এম,মনজুরুল হক বলেন, বান্দরবান পৌরসভা বান্দরবান পৌর এলাকার জনগণের উন্নয়নে বিভিন্ন কর্মকান্ড বাস্তবায়নের পাশাপাশি শিক্ষার প্রসারে নানামুখী উদ্যোগ গ্রহণ করছে আর পৌর প্রতিভা সংবর্ধনা, শিক্ষা বৃত্তি প্রদান এবং এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্তদের সনদ ও ক্রেস্ট প্রদান করে এলাকার শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আরো আগ্রহী করে তুলছে। আগামীতেও পৌরসভার পক্ষ থেকে আরো বিভিন্ন উন্নয়নমুলক কার্যক্রম বাস্তায়নের আশাবাদ ব্যক্ত করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আরো মনোযোগী হতে হবে। শিক্ষার কোন বিকল্প নেই আর যে জাতি যত শিক্ষিত, সেই জাতি তত উন্নত। এসময় তিনি শিক্ষকদের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের একজন শিক্ষিত নাগরিকের পাশাপাশি যাতে একজন প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠে সেদিকে নজর রাখার আহবান জানান এবং অভিভাবকদের নিজ নিজ সন্তানকে সঠিকভাবে পরিচালনা করার আহবান জানান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌরসভার মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নেয়া প্রায় ২হাজার শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বাছাইকৃত ৬৪জন শিক্ষার্থীকে পৌর প্রতিভা সংবর্ধনা হিসেবে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়।
Leave a Reply