অদ্য ২১ই ডিসেম্বর ২০২৩খ্রিষ্টাব্দ বান্দরবান পার্বত্য জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সৈকত শাহীন মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ, সদর থানা জনাব আব্দুল জলিল এর নেত্বতে এসআই মোঃ নাজির ও সঙ্গীয় ফোর্স বান্দরবান সদর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাইকারী দলের ০২(দুই) জন সদস্যকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ও ঠিকানা
০১। আব্দুর রহমান(২৮) প্রকাশ বাছা পিতা-মৃত আব্দুল আলম, মাতা-সাহারা খাতুন, সাং-হাফেজঘোনা, ০৮নং ওয়ার্ড,বান্দরবান পৌরসভা, থানা-বান্দরবান, জেলা-বান্দরবান। ০২। মোঃ মহিউদ্দিন(২২), পিতা-মৃত সেলিম, মাতা-রেজিয়া বেগম, সাং-পর্যটন চাকমা পাড়া, ০৯নং ওয়ার্ড, বান্দরবান পৌরসভা, থানা-বান্দরবান, জেলা-বান্দরবান
উদ্ধারকৃত আলামতের বর্ণনা
০১।০১(এক)টি ছিনতায়কৃত মানিব্যাগ।
০২। ০১(এক) টি ছিনতাইয়ের কাজে ব্যবহৃত কাচি।
০৩। ০১(এক)টি দাঁড়ালো দা।
০৪। ভিকটিমের মোটরসাইকেলের ছিনতায়কৃত চাবি এবং মোটরসাইকেলের ডকুমেন্ট।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামিগণ ছিনতাইয়ের কথা স্বীকার করেন।
প্রকাশ থাকে যে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বান্দরবান সদর থানার মামলা নং-১৫, তারিখ ২০/১২/২০২৩ইং ধারা-৩৯৪/৩৪ পেনাল কোড এ মামলা রুজু করা হয়েছে। তদন্ত অব্যাহত আছে।
এ সংক্রান্ত আজ বৃহস্পতিবার ২১ই ডিসেম্বর পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে পুলিশ সুপার , বান্দরবান জনাব সৈকত শাহীন মহোদয়ের সভাপতিত্বে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এসময়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply