বান্দরবানে সরকারি ড্রেইন দখল করে বহুতল ভবন নির্মাণ

বান্দরবানে সরকারি ড্রেইন দখল করে বহুতল ভবন নির্মাণ

বান্দরবান ক্রাইম বিশেষ প্রতিনিধি:

বান্দরবান পৌর এলাকায় সরকারী ড্রেইনের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের কাজ চলছে। জেলার আর্মি পাড়া এলাকার সরকারি ড্রেইনের জায়গা অবৈধভাবে দখল করে পাকা বাণিজ্যিক বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি দিনরাত শ্রমিক দিয়ে ভবন নির্মাণের কাজ করে যাচ্ছেন। ওই প্রভাবশালীর ভয়ে স্থানীয় আশেপাশের অনেকে মুখ খুলতে সাহস পায়নি। ৪জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, সড়কের পাশ দিয়ে প্রবাহিত পৌরসভার সরকারি ড্রেইনটির সাড়ে ৩ ফুট থাকার নিয়ম থাকলেও সেই জায়গায় ২ফুট এর অধিক জায়গা অবৈধভাবে দখল করে বহুতল ভবন নির্মাণ কাজ চলমান রেখেছে স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী মো: আবুল কাসেম।

ভুক্তভোগী বাদী সেলিম রেজা (৪৭), পিতা- মৃত মোঃ মজিবুর রহমান,সাং- আমি পাড়া, ৭নং ওয়ার্ড, বান্দরবান পৌরসভা, উপজেলা বান্দরবান সদর, বান্দরবান পার্বত্য জেলা। তিনি সংবাদ দাতা/ প্রতিবেদককে জানান, বিবাদী আবুল কাশেম সাও:
সাং- আর্মি পাড়া, ৭নং ওয়ার্ড,বান্দরবান পৌরসভা, উপজেলা বান্দরবান সদর, জেলা বান্দরবান পার্বত্য জেলা এর বিরুদ্ধে এই মর্মে থানায় অভিযোগ দায়ের করি বিবাদী আমার পূর্ব পরিচিত এবং পার্শ্ববর্তী প্রতিবেশী হয়। বান্দরবান সদর থানাধীন আর্মি পাড়ায় প্লট নং- আর/২৩২ এর পশ্চিম দিকে বিবাদীর নামীয় বাজার ফান্ড প্লট নং- আর/৩৩৭ এর জায়গা আছে। আমার বাড়ির সীমানা ঘেষে বিবাদী বান্দরবান পৌরসভার পৌর কোড/ নক্সা অনুমোদন ব্যতিত গায়ের জোরে ৫(পাঁচ) তলা বিশিষ্ট বিল্ডিং এর কাজ চালিয়ে যাচ্ছে। আমার সীমানা প্রাচীর ঘেষে ড্রেনের ওয়ালের উপর বিবাদী ভবন নির্মাণ করলেও ১ম তলা হইতে তৎ উর্ধ্বে গায়ের জোরে আমার সীমানার পশ্চিম দিকে অনুমান ৩ফুট পর্যন্ত ছাদের সেন্টারিং করে ছাদ ঢালাইয়ের জন্য পায়তারা করিয়া আসিতেছে। বিষয়টি নিয়ে বান্দরবান পৌরসভায় আমি ২বার লিখিত অভিযোগ দিলে, পৌরসভা কর্তৃক বিবাদীকে কাজ বন্ধ রাখার জন্য নোটিশ প্রদান করেন।

বিবাদী বান্দরবান পৌরসভায় গিয়ে তার অনুমোদনহীন ভবন নির্মাণের কথা স্বীকার করিয়াও বিবাদী আইন অমান্য করে গায়ের জোরে ভবন নির্মাণের কাজ চলমান রেখেছে।
বাদী ভুক্তভোগী সেলিম রেজা আরো জানান,আমি আশংকা করিতেছি যে, বিবাদী গায়ের জোরে বেআইনীভাবে তার নির্মাণাধীন ভবনের ১ম তলা হইতে তৎঊর্ধ্বে আমার সীমানার পূর্ব দিকে ভবন নির্মাণ করিয়া দখল করত: পয়:নিস্কাশনের পানি/ ময়লা আবর্জনা/ বিবাদীর ভবনের ছাদের পানি আমার সীমানার ভিতরে প্রবেশ করে আমার ক্ষতিসাধন করবে মর্মে আশংকা করিতেছি। বিবাদীকে বারবার উক্ত বিষয়ে তাগিদ দিলেও গায়ের জোরে কর্ণপাত না করে আমার ক্ষতির পায়তারা করিয়া আসিতেছে।

দুষ্কৃতকারী হঠাৎ করে আমাদের উপর এই ভাবে অত্যচার করছে, এটা আমরা কোন দেশে বসবাস করছি ?, আমি এই ব্যাপারে দুষ্কৃতকারীদের কার্যক্রমে বাধাঁ প্রদান কিংবা প্রতিবাদ করিলে দাঙ্গা-হাঙ্গামা সহ রক্তক্ষয়ী সংর্ঘষ বাঁধিবার পরিবেশ সৃস্টি হয়েছে, যার ফলে যে কোন সময় এলাকায় নৈরাজ্যকর পরিস্থতি সৃষ্টি হতে পারে, হতা-হতের ঘটনা সৃষ্টি হতে পারে। এমতাবস্থায় তদন্তক্রমে বিবাদীদের অবৈধ কার্যকলাপ বন্ধে বান্দরবানের আইন ও বিচার বিভাগ, পুলিশ প্রশাসন, বান্দরবান পৌরসভা বাংলাদেশ সেনা বাহিনী, মানবাধিকার কমিশন, সুশিল সমাজের নাগরিকগণ, উচ্চ পদস্থ নেত্রীবৃন্দ‘সহ সকলের নিকট ন্যায় বিচার পাওয়ার আকুল আবেদন জানাচ্ছি। এর ফলে দেশে আইনের সু-শাসন প্রতিষ্ঠা পাবে। মানুষ আইনের প্রতি আরো বেশী শ্রদ্ধাশী হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *