বান্দরবানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

বান্দরবানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

মোঃ জুয়েল হোসাইন, বান্দরবান জেলা প্রতিনিধি :

২ এপিবিএন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান নির্দেশনায়, ২ এপিবিএন, রিয়ার হেডকোয়ার্টার্স, মেঘলা, বান্দরবানের বুধবার ১৩ ডিসেম্বর এএসআই মোঃ রবিউল করিম সিকদার ও সঙ্গীয় অফিসার ফোর্স সহ বান্দরবান সদর থানার এলাকায় অভিযান ডিউটি করাকালীন সময়ে সদর থানাধীন কানাপাড়া এলাকায় অবস্থানকাল বিকেল ৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান জেলার সদর থানাধীন ০৮নং ওয়ার্ডের হাফেজঘোনাস্থ রোডস এ্যন্ড হাইওয়ের ডাক বাংলোর সামনে নির্মানাধীন রাস্তার উপর অভিযান পরিচালনা করে মোঃ সোহেল (২২), পিতা-মৃত চান মিয়া, মাতা রোকেয়া বেগম, সাং-পশ্চিম বাজার পাড়া, ওয়ার্ড নং-০২, ইউনিয়ন-আলীকদম সদর, থানা-আলীকদম, জেলা-বান্দরবান ও মোঃ জামাল উদ্দিন পিতা-নুরুল হক, মাতা-আরেফা বেগম, সাং-পশ্চিম মাইজ পাড়া, ওয়ার্ড নং-০৭, ইউনিয়ন-ডুলাহাজারা, থানা-চকরিয়া, জেলা -কক্সবাজার ১৭৫ পিচ ইয়াবা ট্যাবলেট তাদের কাছ হতে উদ্ধার করেন! আলামত সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়।

এ বিষয়ে ধৃত আসামীদের বিরুদ্ধে বান্দরবান সদর থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রনআইন ২০১৮ এর ৩৬(১) ১০(ক) ধারার মামলা রুজু করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *