মুহাম্মদ আলী, স্টাফ রিপোর্টার: সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বান্দরবানে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ সেপ্টেম্বর রবিবার দুপুরে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা হয়।
জেলা প্রশাসক শামীম আরা রিনি’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, বান্দরবান পৌর প্রশাসক এস এম মনজুরুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম হাসান, জামায়াতে ইসলামী বান্দরবান জেলার আমীর এস এম আবদুচ ছালাম আজাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, শ্রী শ্রী সার্বজনীন কেন্দ্রীয় দুর্গোৎসব উদযাপন পরিষদের সভাপতি রাজেশ্বর দাশ বিপ্লব, সাধারণ সম্পাদক সবুজ দত্ত বাচ্চু, সাত উপজেলার নির্বাহী কর্মকর্তা, দুর্গোৎসব উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সভায় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন। জেলা প্রশাসক ও পুলিশ সুপার আশ্বাস দেন যে এবারের দুর্গাপূজা সুন্দরভাবে সম্পন্ন করতে পুলিশ, র্যাব, বিজিবি, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মোতায়েন থাকবে। পাশাপাশি প্রতিটি পূজামণ্ডপে সনাতনী স্বেচ্ছাসেবকও দায়িত্ব পালন করবেন।
পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার সামাজিক যোগাযোগমাধ্যমে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান এবং প্রয়োজনে সরাসরি পুলিশের সহায়তা নেওয়ার অনুরোধ করেন।
উল্লেখ্য, আগামী ২৭ সেপ্টেম্বর শনিবার থেকে শারদীয় দুর্গোৎসব শুরু হয়ে পাঁচদিনব্যাপী নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে ২ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পূজা সম্পন্ন হবে।
Leave a Reply