মুহাম্মদ আলী, বান্দরবান জেলা প্রতিনিধি:
পার্বত্যবাসীর স্বার্থ ও অস্তিত্ব রক্ষার ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও ছাত্র পরিষদের সাথে বান্দরবান জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভা শেষে পার্বত্য চট্টগ্রাম আভ্যন্তরীণ উদ্বাস্তু পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্স এর বিতর্কিত ও বাঙালি সদস্য ব্যতীত একপাক্ষিক সভা বাতিলের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
উক্ত মতবিনিময় সভায় জেলা প্রশাসক মহোদয় নাগরিক পরিষদ ও ছাত্র পরিষদের দাবিসমূহের মধ্যে ওনার এখতিয়ারভুক্ত দাবিসমূহ মেনে নিয়ে অতিদ্রুত বাস্তবায়ন করবেন বলে জানান।
এসময় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সম্মানিত চেয়ারম্যান, কাজী মোঃ মজিবর রহমান, নাগরিক পরিষদের জেলা সেক্রেটারি নাসির উদ্দীন, সহ-সভাপতি মাওলানা আবুল কামাল আজাদ, ব্যারিস্টার ইলিয়াসুর রহমান, এড. আবু জাফর, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মুজিবুর রশিদ, প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, বান্দরবান মুসলিম এ্যাসোসিয়েশনের সভাপতি হাজী আবুল কাশেম সওদাগর,সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কুদ্দুস, বান্দরবান বিশ্ব বিদ্যালয়ের ট্রাষ্টি বোর্ডের নির্বাহী সদস্য ও মাসিক নীলাচল পত্রিকার সম্পাদক আলহাজ্ব ইসলাম কোম্পানি,যুব পরিষদের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম,ছাত্র পরিষদের জেলা সভাপতি আসিফ ইকবাল, সাংগঠনিক সম্পাদক তানভীর হোসেন,দপ্তরও প্রচার সম্পাদক মিছবাহ উদ্দীন,ব্যবসায়ী সংগঠনের নেতা আজিজুর রহমান, সাংবাদিক মোজাম্মেল হক লিটন,সাংবাদিক মুহাম্মদ আলী, অন্যান্য সাংবাদিকবৃন্দ,বিভিন্ন স্তরের গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply