বর্নিল আয়োজনে বান্দরবান ফুটবলের বড় আসর সেনা রিজিয়ন কাপ এর উদ্বোধন

বর্নিল আয়োজনে বান্দরবান ফুটবলের বড় আসর সেনা রিজিয়ন কাপ এর উদ্বোধন

মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার: বান্দরবানে ফুটবলের বড় আসর সেনা রিজিয়ন কাপ এর শুভ উদ্বোধন হয়েছে।শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে বান্দরবান জেলা স্টেডিয়ামে বান্দরবান সেনা রিজিয়ন এর আয়োজনে এবং জেলা প্রশাসন,বান্দরবান সেনা জোন ও সম্মিলিত ক্রীড়া পরিষদের সার্বিক সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ও রোয়াংছড়ি সাব জোন এর কমান্ডার মেজর এম এম ইয়াসিন আজিজ এর সভাপতিত্বে এসময় বান্দরবান সেনা জোনের নবাগত জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ হুমায়ন রশিদ, জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এ এস এম মাহমুদুল হাসান, পুলিশ সুপার মো.শহিদুল্লাহ কাওছার, অতিরিক্ত জেলা প্রশাসক মো.আবু তালেব, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মো.জাবেদ রেজা, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, জেলা ক্রীড়া অফিসার মো.রেজাউল করিম, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিুকল আলম, বান্দরবান জেলা সম্মিলিত ক্রীড়া পরিষদের সভাপতি আজাহারুল ইসলাম বাবুল, সেক্রেটারী থুইসিং প্রু লুবুসহ সাংবাদিক এবং ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী ম্যাচে বান্দরবানের রুমা উপজেলা ফুটবল দলের মোকাবেলা করে রোয়াংছড়ি ফুটবল দল। আর টান টান উত্তেজনাপূর্বক খেলায় উভয় দলের খেলোয়াড়রা তাদের ক্রীড়া নৈপূর্ণ্য প্রদর্শন করে ও খেলার নির্ধারিত সময়ে কোন দল গোল করতে না পারায় খেলা গোলশুণ্যভাবে সমাপ্তি হয়।

আয়োজকেরা জানান, বান্দরবানের ৭উপজেলা থেকে নতুন নতুন ফুটবল খোলোয়াড় খুঁজে বের করে প্রতিভা বিকাশের জন্য এমন আয়োজন, আর এবারের সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতায় বান্দরবান জেলার ৭টি উপজেলা ও ১টি শিক্ষা প্রতিষ্ঠানসহ মোট ৮টি দল অংশগ্রহণ করছে এবং আগামী ২৭ সেপ্টেম্বর প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুুরস্কার বিতরণ করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *