বান্দরবান প্রতিনিধি:
গত ১২ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেলে বান্দরবান শ্রী শ্রী রামঠাকুর সেবাশ্রমের ২য় তলার মিলনায়তনে শ্রী শ্রী রামঠাকুর সেবক সংঘের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সংঘের পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হওয়ায় এ সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠন করা হয়।
সভায় সর্বসম্মত সিদ্ধান্তে সভাপতি পদে অরুণ কান্তি দাশ, সাধারণ সম্পাদক পদে তাপস কান্তি দাশ এবং অর্থ সম্পাদক পদে তপন কুমার দাশ পুনর্নির্বাচিত হন।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক তাপস কান্তি দাশ জানান, “গত ১২ সেপ্টেম্বর আমরা নতুন কমিটি গঠনের জন্য সাধারণ সভার আয়োজন করি। সদস্যদের সম্মিলিত মতামতের ভিত্তিতে ২০২২ সালের জুন মাসে গঠিত ১৫ সদস্যবিশিষ্ট উপদেষ্টা মণ্ডলী ও ৫১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটিই পুনরায় আগামী ৩ বছরের জন্য দায়িত্ব পালন করবে।”
উল্লেখ্য, ২০০৫ সালে শ্রী শ্রী রামঠাকুর সেবক সংঘ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সদস্যদের অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টায় ২০১৬ সালে বান্দরবান সদরের হাফেজঘোনা এলাকায় সনাতন ধর্মালম্বীদের পূজা অর্চনার জন্য নির্মিত হয় শ্রী শ্রী রামঠাকুর সেবাশ্রম।
Leave a Reply