মাহা: ওয়াগ্যোয়াই পোয়ে: উপলক্ষ্যে বান্দরবানে হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

মাহা: ওয়াগ্যোয়াই পোয়ে: উপলক্ষ্যে বান্দরবানে হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার: মাহা: ওয়াগ্যোয়াই পোয়ে: উপলক্ষ্যে বান্দরবানে হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

উৎসব উদযাপন পরিষদের আয়োজনে ৪অক্টোবর বিকেলে বান্দরবান রাজার মাঠে সমাপনী খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং।

এসময় উৎসব উদযাপন পরিষদের সভাপতি চ নু মং, সহ-সভাপতি থুই সিং প্রু লুবু, সাধারণ সম্পাদক উ ক্য সিং মার্মা (উহ্লামং), হ্যান্ডবল প্রতিযোগিতার আহবায়ক মং সি মং, ধারাভাষ্যকার ও সাবেক ফুটবলার মাহাফুজুর রশীদ বাচ্চুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

সমাপনী খেলায় জাদিতং হ্যান্ডবল দল ও উজানী পাড়া হ্যান্ডবল দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। টান টান উত্তেজনাপূর্ন খেলায় জাদিতং হ্যান্ডবল দল ১৬ পয়েন্ট লাভ করে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ায় গৌরব হওয়ায় অর্জন করে। খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের মধ্যে নগদ অর্থ ও ট্রফি প্রদান করেন অতিথিরা।

প্রসঙ্গত: মাহা: ওয়াগ্যোয়াই পোয়ে: ২০২৫ উপলক্ষ্যে গত ৩০ সেপ্টেম্বর থেকে বান্দরবানে উৎসব উদযাপন পরিষদের আয়োজনে এই হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু হয়, আর এবারের প্রতিযোগিতায় জেলা সদরের ৮টি হ্যান্ডবল দল অংশগ্রহণ করে। বৌদ্ধ ধর্মালম্বীদের প্রবারণা পূর্ণিমার উৎসবকে ঘিরে মারমা সমাজ মাহা: ওয়াগ্যোয়াই পোয়ে উদযাপন করে থাকে আর এই উৎসবকে কেন্দ্র করে নানা ধরণের প্রতিযোগিতা, নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান, পিঠা উৎসব, ফানুস উড়ানোসহ নানা আয়োজনে কয়েকদিন মুখরিত হয়ে ওঠে পার্বত্য জেলা বান্দরবান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *