প্রতিবেদক: বাবুল কৰ্মকাৱ
প্রকাশে: বাবুমনি।
বান্দরবান জেলা কারাগার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শামীম আরা রিনি। এসময় জেল সুপারসহ কারাগারের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতি মাসে নিয়মিতভাবে জেলা প্রশাসক কারাগার পরিদর্শন করে থাকেন। তবে বন্দিদের সমস্যাগুলোর স্থায়ী সমাধান এখনো পুরোপুরি বাস্তবায়ন হয়নি বলে জানা গেছে। কারাগারের চারটি হল কক্ষের ভিড়ে পর্যাপ্ত জায়গার সংকট রয়েছে। এছাড়া বিদ্যুৎ চলে গেলে বন্দিদের কষ্ট করে থাকতে হয়, এজন্য একটি জেনারেটর স্থাপনের দাবি জানানো হয়েছে।
তবে বিশেষ সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের আগের তুলনায় বর্তমানে কারাগারের সার্বিক অবস্থা অনেক উন্নত হয়েছে। জেল সুপার আনোয়ারুল করিম, জেলার নাশিদ হোসেন, সুবেদার কাদের ও ওস্তাদদের আন্তরিকতা এবং সহযোগিতার ফলে বন্দিদের জন্য খাবার, স্বাস্থ্যসেবা ও সার্বিক পরিবেশের মান আগের তুলনায় ভালো অবস্থানে রয়েছে।
Leave a Reply