বান্দরবানে পুলিশ ক্যাম্প পরিদর্শন করলেন পুলিশ সুপার

বান্দরবানে পুলিশ ক্যাম্প পরিদর্শন করলেন পুলিশ সুপার

আজ ১৬ আগস্ট ২০২৫ খ্রিষ্টাব্দ বান্দরবান পার্বত্য জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার) রোয়াংছড়ি থানাধীন তারাছামুখ পুলিশ ক্যাম্প ও তালুকদার পাড়া পুলিশ ক্যাম্প পরিদর্শন করেছেন।

 

পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় ফোর্স সদস্যদের আবাসন ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত খাবার, চিকিৎসা সেবা ও বিশুদ্ধ পানি ব্যবহারের বিষয় গুরুত্ব সহকারে তুলে ধরেন। তিনি প্রত্যেক পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও মানবিক আচরণ বজায় রেখে জনগণের সেবা করার আহ্বান জানান। একইসাথে কর্মক্ষেত্রে পেশাদারিত্ব বৃদ্ধির পরামর্শ দেন এবং জনগণ যেন যথাযথ পুলিশি সেবা পায় তা নিশ্চিত করার নির্দেশ প্রদান করেন।

 

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আবদুল করিম, ক্যাম্প ইনচার্জসহ সংশ্লিষ্ট অফিসার ও ফোর্স সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *