মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার: দেবী দূর্গাকে উৎসর্গ করে মঙ্গল প্রদীপ প্রজ্বলন ও দেবীর মুখন্মোচনের মধ্য দিয়ে পার্বত্য জেলা বান্দরবানে মহাসমারোহে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
প্রতি বছরের মত এবারও শহরের ঐতিহ্যবাহী রাজার মাঠে দক্ষিণ চট্টগ্রামের মধ্যে সবচেয়ে বড় পূজা মন্ডপ তৈরি করা হয়েছে, রঙ্গিন আলোতে নানা রঙে সাজানো হয়েছে পূজা মন্ডপ, মাঠ জুড়ে বসেছে শারদ মেলা।
রবিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা সদরের ঐতিহ্যবাহী রাজার মাঠে কেন্দ্রীয় দূর্গাপূজা উদযাপন পরিষদের আয়োজনে পূজামন্ডপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেবী দুর্গার মুখন্মোচন করেন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।
এসময় পুলিশ সুপার মোঃ শহীদুল্লাহ কাওছার, জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ, মন্দির কমিটির সভাপতি নিখিল দাশ, কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটির সভাপতি রাজেশ্বর দাশ বিপ্লব, সাধারণ সম্পাদক সবুজ দত্ত বাচ্চু,বিএনপি নেতা রিটল কান্তি বিশ্বাস’সহ পূজা উদযাপন কমিটি,মন্দির কমিটি ও সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্টানে মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে শুভ সুচনা হয়,পরে চন্ডী পাঠের পর শুরু হয় ষষ্ঠী পূজা। অনুষ্টানে শতাধিক শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও ৫ শতাধিক দুস্থদের বস্ত্র বিতরণ করা হয়।
Leave a Reply